About Me
Thursday, March 20, 2014
পঁচা শামুকে পা কাটলো টাইগারদের।
হংকং এর কাছে ২ উইকেটে হারলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১০৮ রান।প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুতেই হংকংয়ের পেসার তানভির আফজালের জোড়া আঘাত। তানভিরের বলে জন্মদিনে শূন্য রানেই ফেরেন তামিম ইকবাল। কিছুক্ষণ পর এলবিডব্লুর ফাঁদে ফেলে ২ রান করা সাব্বির রহমানকেও ফেরান তানভির। প্রথম ওভারে মাত্র ৩ রানেই বাংলাদেশের ২ উইকেট শেষ। এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দেন এনামুল হক ও সাকিব আল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৮। মুশফিক-সাকিবের চতুর্থ উইকেট জুটিতে ৩৪ আশা জোগায় এক সময়।উইকেট ছুড়ে আসার মিছিলে একে একে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন অতঃপর আল আমিন। নাসির অপরাজিত ছিলেন ১৪ রানে। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৮৫ থেকে ১৬.৩ ওভারে ১০৮ রানে অলআউট। শেষ ৩০ বলে মাত্র ২৩ রানে ৭ উইকেট পড়েছে বাংলাদেশের! হংকংয়ের ফিল্ডাররা সহজ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে বাংলাদেশের ১০০ পার হতো কি না, কে জানে! হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নাদিম আহমেদ। সাকিব আল হাসান ৩৪,এনামুল ও মুশফিক যথাক্রমে ২৬ ও ২৩ রান করেন। উল্লেখযোগ্য ব্যপার বাংলাদেশ এর ইনিংসে শূন্য ছিলো চারটি!। এর পর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসতে শুরু করে বাংলাদেশ। ১০৮ রানের অল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে সাকিব লড়াইয়ে ফেরান চার ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে। অষ্টম ওভারের প্রথম বলে ইরফান আহমেদ (৩৪) ও একই ওভারের শেষ বলে হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসন—দুজনকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ অলরাউন্ডার। হংকংয়ের স্কোর যখন ৩ উইকেটে ৫০, সেই সময়ই বাংলাদেশের জোড়া আঘাত। আল আমিনের করা ইনিংসের নবম ওভারের শেষ বলে মুশফিক নিলেন সেই অবিশ্বাস্য ক্যাচ। দশম ওভারের প্রথম বলেই মাহমুদউল্লাহ ফেরান চ্যাপম্যানকে। এ সময় হংকংয়ের ওপর দারুণ চাপও তৈরি করে বাংলাদেশ। এরপর ফেরেন নিজাকাত খানও। কিন্তু মুনির দার গলার কাঁটা হয়ে বিঁধে থাকেন অনেক সময়। মূলত ৪০ বছর বয়সী এ ডানহাতির ৩৬ রানের সময়োচিত ইনিংসের কাছেই হেরেছে বাংলাদেশ। তবে ১৭তম ওভারে অতিগুরুত্বপূর্ণ সময়ে ফরহাদ রেজা ১৫ রান না দিলে জয়ের স্বপ্ন এভাবে ফিকে না-ও হতে পারত। রেজার ওভারের আগে হংকংয়ের দরকার ছিল ২৪ বলে ২৬। ওই ওভারের পর তা হয় ১৮ বলে ১১। আজকের সবচেয়ে খরুচে বোলারও তিনি। দুই ওভার বল করে রেজা দিয়েছেন ২৩ রান, ইকোনমি রেট ১১.৫০। উইকেটের পিছনে মুশফিক ছিলেন অসাধারন। অবিশ্বাস্যভাবে পাখির মতো উড়ে ডানে ঝাঁপিয়ে নিয়েছিলেন দুর্দান্ত এক ক্যাচ। আর সেই ক্যাচটাই যেন বাংলাদেশের আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল একটা সময়। টানা দুই বলে হংকংয়ের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম তখন নিজেদের মুঠোয় নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ অবধি সে লাগাম ধরে রাখতে পারলেন না মুশফিকরা। এই হারের পরও বাংলাদেশ সুপার টেন এ জায়গা করে নিয়েছে বেশ ভালোভাবেই যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment