ফ্রীল্যান্সিং সাইট গুলোতে যারা কাজ শিখে
কাজ করতে যায় তাদেরই চাহিদা বেশী। যাদের ফ্রীল্যান্সিং এ আগ্রহ আছে এবং পেশা
হিসেবে নিতে চান তারা কাজ শিখে নিতে পারেন। যারা কাজ শিখতে চান তারা নিচে উল্লেখিত
কাজ গুলো শিখতে পারেন
১। ওয়েব ডিজাইন (web design): এই কাজটি মজার এবং সৃজনশীল।
এর জন্য আপনার HTML,CSS,PHOTOSHOP ইত্যাদি জানতে হবে।
২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO : SEO এর কাজ গুলো ছোট
কিন্তু একটু জটিল। যদি একবার শিখে নিতে
পারেন আর অনুশীলন করেন তাহলে একদম সহজ হয়ে যাবে। SEO এর কাজ ই ফ্রীল্যান্সিং
সাইট গুলোতে বেশী পাওয়া যায়।
এছাড়া ও ইচ্ছা আর পরিশ্রমী হলে ওয়েব
ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, সফটওয়ার ডেভেলপমেন্ট শিখতে পারেন। উপরের এই দুইটা কাজ
তুলনামুলক সহজ অন্য গুলার চেয়ে।
আর যারা শখের বশে করতে চান তারা ডাটা
এন্ট্রি, সার্চিং, লাইক কালেকশন ইত্যাদির কাজ ও করতে পারেন কিন্তু এসব কাজ খুব
অল্প আর সময় সাপেক্ষ তাই আমার সাজেশন অল্প হলেও কিছু শিখে কাজ করুন।